চট্টগ্রামে মংগলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় ১৬ জনের মৃত্যু এবং নতুন করে ১ হাজার ২৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
২৪ ঘণ্টায় মারা যাওয়া এসকল ব্যক্তিদের মধ্যে ছয়জন চট্টগ্রাম শহরের এবং বাকি ১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। অপরদিকে একই সময়ে পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার প্রায় ৩৫ শতাংশ
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়। সেখানে আরো বলা হয়, এর আগের ২৪ ঘণ্টায়ে মঙ্গলবার চট্টগ্রামে ৩ হাজার ৪৫০ জনের করোনার নমুনা পরীক্ষার বিপরীতে প্রায় ৩৭ শতাংশ হারে এক হাজার ২৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এসময়ে এ বিভাগে করোনায় মৃত্যুবরন করেন ১০জন।
সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এই পর্যন্ত মোট ৮৬ হাজার ৪২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এই একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১০জন।