করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু ও ৭৪৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বুধবার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত ২৪ ঘণ্টায়ে মঙ্গলবার বিভাগে ৩১ জনের মৃত্যু ও ৯৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে আরো জানা যায়, বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে খুলনায়। এছাড়া অন্যান্য জেলাগুলর মধ্যে যশোরে ৭জন, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় ৬জন করে, মাগুরা ও মেহেরপুরে ৩জন করে এবং ঝিনাইদহে ১জন মারা গেছেন।
খুলনা বিভাগে গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত বিভাগে ৯৬ হাজার ৮৭৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ হাজার ৯৬২ জন এবং মারা গেছেন দুই হাজার ৫২০ জন।