পাইকগাছায় নিজ পুকুরে তড়িতাহিত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

0

বুধবার বিকাল সাড়ে ৫টায় খুলনার পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।

মৃত ছাত্রলীগ ইয়াসিন আরাফাত (২০) চাঁদখালীর কালিদাসপুর গ্রামের মার্জন সরদারের ছেলে এবং চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।

এ বিষয়ে চাঁদখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুনছুর আলী গাজী জানান, ইয়াসিনের একটি মাছের পুকুর আছে। ওই পুকুরে বিদ্যুৎ সংযোগ রয়েছে। সেখানে থাকা বৈদ্যুতিক বাল্ব নষ্ট হয়ে যাওয়ায় ইয়ামিন পানিতে নেমে নতুন বাল্ব লাগাতে গিয়েছিলেন। এসময়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’