নদীতে গোসলে নেমে প্রাণ গেল ৩ বোনের

0
নদীতে গোসলে নেমে প্রাণ গেল ৩ বোনের

রংপুরের বদরগঞ্জে ফুপুর বাড়ি বেড়াতে গিয়ে যমুনেশ্বরী নদীতে ডুবে ৩ বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কুতুপুর ইউনিয়নের নাটারাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন, উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের ওসমানপুর এলাকার রবিউল ইসলামের মেয়ে রুবিনা আক্তার (১৬), তার ছোট বোর রাবেয়া বাশরী (১০) ও তাদের জেঠাতো বোন সাইদুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (১১)।

রুবিনা আক্তার ওসমানপুর ফাজিল মাদরাসার দশম শ্রেণি ও রাবেয়া বাশরী সাহেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে সাদিয়া আক্তার স্থানীয় চেতনা বিদ্যা নিকেতনের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।

এলাকাবাসী জানান, এক সপ্তাহ আগে উপজেলার ওসমানপুর থেকে নাটারাম শেখপাড়ায় ফুপু কোহিনুর বেগমের বাড়িতে বেড়াতে যান সাদিয়া, রাবেয়া ও রুবিনা। বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশের যমুনেশ্বরী নদীতে গোসল করতে যায় তারা। এক পর্যায়ে নদীর প্রবল স্রোতে পা পিছলে তলিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এ এইচ এম সানাউল হক বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।”

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, “কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”