পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

0
পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মো. তৈয়ব আহম্মেদ দিপু (২৫) নামে পাসপোর্ট দালাল চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার বিকালে পবনকুল বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি জামালপুর সদর থানার বানালের পাড় এলাকায় সাইফুল ইসলামের ছেলে।

এসময় তার কাছ থেকে দুটি পাসপোর্ট, যমুনা ব্যাংকের একটি চেক বই, একটি ভুয়া সিল এবং ৪০টি ডেলিভারি স্লিপ জব্দ করা হয়। শুক্রবার দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ জানায়, “দিপু দীর্ঘদিন ধরেই পাসপোর্ট তৈরির কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিত। সে পাসপোর্ট দালাল চক্রের একজন সক্রিয় সদস্য।”