বিয়ে করছেন অঙ্কুশ

0
বিয়ে করছেন অঙ্কুশ

বিয়ে করছেন টলিউডের প্রথম সারির হিরো অঙ্কুশ হাজরা। ছোট পর্দার অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। বেশ কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছেন দু’জন। কলকাতার মোস্ট টকড জুটির মধ্যে প্রথম সারিতেই আছেন তারা।

সম্পর্কে জড়িয়ে লুকোচুরি রাখেননি দুইজনের কেউই। প্রকাশ্যে প্রেম করেছেন। কবে বিয়ে করবেন এই জুটি, তা নিয়ে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।

নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে অঙ্কুশ লিখেন, ‘এতদিনে সে আমাদের পরিবারের অংশ হতে চলেছে। স্বপ্নপূরণ’! তবে ‘সে’-টা কে তা উল্লেখ না করলেও দুইয়ে দুইয়ে চার মিলিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্খীরা।

যার বিয়ে নিয়ে এত কথা, সেই অঙ্কুশ বলছেন পোস্টটা তিনি এমনিই করেছেন। বিয়ে সংক্রান্ত ব্যাপারে কথা বলেননি তিনি। তবে সেখানে ঐন্দ্রিলার কমেন্ট অনুরাগীদের আশার পালে জোর হাওয়া দিচ্ছে।