টেকনাফের শালবাগান ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার

0
লাশ হত্যা murder dead মৃত্যু

সোমবার ভোরে কক্সবাজার টেকনাফের শালবাগান ক্যাম্প সংলগ্ন ব্রিজের নিচ থেকে রফিক (৩০) নামের এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ ও ১৬ এপিবিএন সদস্যরা।

টেকনাফের হ্নীলা জাদিমোরা নয়াপাড়া দিয়ে শালবাগান ক্যাম্পগামী ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয় জানা যায়।

নিহত রফিক ২৬নং ক্যাম্পের ই-৫ এর বাসিন্দা মোহাম্মদ হোছনের ছেলে।

স্থানীয় সূত্র হতে জানা যায়, ২৭নং শালবাগান ক্যাম্পে সক্রিয় থাকা ত্বোহা গ্রুপের লোকজন রফিককে খুন করে ব্রিজের নিচে ফেলে যায়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল আলীম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের পরিবার থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।