জমিতে ধান বপন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

0
বিদ্যুৎস্পৃষ্ট Current Electricity Shock

সোমবার সকাল ১০টার দিকে ঝালকাঠি সদরের সারেঙ্গল গ্রামে জালাল সিকদার (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

জানা যায়, নিহত জালাল সিকদার ওই গ্রামের আব্দুর রশিদ সিকদারের ছেলে।

এ বিষয়ে জালাল সিকদারের স্বজন আবু সুফিয়ান মিন্টু বলেন, ‘আমন বীজ রোপণের জন্য জালাল সকালে জমিতে কাজ করতেগেলে সেখানে কিছু তার পড়ে থাকতে দেখেন তিনি। এসময় ওই পড়ে থাকা তার সরাতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সাথে সাথে পাশের জমিতে কাজ করা শ্রমিকরা মুমূর্ষ অবস্থায় তাকে সদর হাসপাতালে নিলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।