মানিকগঞ্জের হরিরামপুরে পাঁচ লিটার মদ ও মদ তৈরির উপকরণসহ আবুল বাশার গায়েন (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক আবুল বাশার হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তার বাবার নাম মালেক গায়েন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল বাশারকে ৫ লিটার মদ ও দেশি মদ তৈরির ২০ লিটার উপকরণসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হচ্ছে।
এদিকে মাদকসহ আটক হওয়ায় আবুল বাশারের বিরুদ্ধে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।
হরিরামপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ বলেন, “আবুল বাশার পুলিশের হাতে গ্রেফতার হওয়ার খবর তারা শুনেছেন। জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তারা।”