নোয়াখালী সাবরেজিস্ট্রি অফিসের কর্মচারীর কাছে মিললো শতাধিক ইয়াবা

0
নোয়াখালী Noakhali

নোয়াখালীতে হাতিয়া উপজেলার সাবরেজিস্ট্রি অফিসের কর্মচারী মো. বেলাল হোসেনকে ১২৩ পিস ইয়াবাসহ মঙ্গলবার গ্রেফতার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার সন্ধ্যায় হাতিয়ার ওসখালী বাজারের তালুক সুপার মার্কেটের শামীম এন্টারপ্রাইজ থেকে সাবরেজিস্ট্রি অফিসের মো বেলাল হোসেন(৩৮) নামক এই কর্মচারীকে গ্রেফতার করা হয়। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরকৈলাস গ্রামের মো. রুহুল আমিনের ছেলে মো বেলাল হোসেন।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. এ এস এম লুৎফর রহমান জানান, ‘বেলাল হোসেন সরকারি অফিসের কাজের ফাঁকে দীর্ঘদিন ধরে রমরমা ইয়াবা বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও জানান, ‘বেলালকে আইনগত প্রক্রিয়া শেষে হাতিয়া থানায় সোপর্দ করা হবে। এছাড়াও তিনি বলেন দ্বীপ উপজেলা হাতিয়ায় নদীতে মাদক ব্যবসা নির্মূলে কোস্টগার্ড সর্বদা সচেষ্ট রয়েছে।’