নওগাঁয় কোভিড-১৯ প্রণোদনার ১৫ লাখ টাকা ঋণ বিতরণ

0
নওগাঁয় কোভিড-১৯ প্রণোদনার ১৫ লাখ টাকা ঋণ বিতরণ

নওগাঁর সাপাহারে পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে প্রধানমন্ত্রী ঘোষিত করোনা প্রণোদনার এসএমই ঋণ বিতরণ করা সম্পন্ন হয়েছে।

জানা যায়, বুধবার উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানে এ প্রণোদনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রণোদনা তহবিলের ১৫ লাখ টাকার ঋণ বিভিন্ন ক্যাটাগরিতে ১৫ জন উদ্যোক্তাদের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, জুনিয়র অফিসার আসমা আক্তার, ইউসিসিএ সভাপতি আশরাফুল আলম প্রমুখ।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত কোভিড-১৯ প্রণোদনা ঋণের আওতায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের ক্ষতি কাটিয়ে উঠার লক্ষ্যে এই এসএমই ঋণ উদ্যোক্তাদের মাঝে বিতরণ করা হয়েছে।