বরিশালে দুই মাদক কারবারী গ্রেফতার

0

বুধবার রাতে বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকার শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে।

গ্রেফতারকৃতদের একজন লক্ষ্মীপুর জেলার নাছিমনগর এলাকার মো. ইউসুফ ফকির (৪১) এবং অপরজন চট্টগ্রাম জেলার হরিশপুর এলাকার মো. মামুন (৩৫)।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইব্রাহীম এ তথ্য জানান। এসময়ে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নগরীর কাউনিয়া হাউজিং এলাকার শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পুলিশ অভিযান চালালে আসামীরা তা টের পেয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ এসময়ে ইউসুফ ফকির ও মো. মামুন নামের দুইজনকে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক করে।

তিনি আরো বলেন, ওই দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকা থেকে মাদক নিয়ে এসে বরিশালে বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে। এছাড়া ইউসুফ ফকিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মাদক মামলাও রয়েছে। তবে বৃহস্পতিবার দুপুরে পুলিশের নতুন করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।