বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, অনেক দেশের তরুণের আদর্শ: শামীম

0
এনামুল হক শামীম

ইস্টার্ন ইউনিভার্সিটির উদ্যোগে শোকের মাস আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের তরুণদের আদর্শ নয়, পৃথিবীর অনেক দেশের তরুণের, রাজনীতিবিদদের আদর্শ মন্তব্য করে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধুই। তিনি হচ্ছেন সবুজের বুকে লাল পতাকা। বঙ্গবন্ধু তো একদিনে হননি। খোকা থেকে শেখ মুজিব। শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু থেকে জাতির পিতা। একেবারে ধীরে ধীরে গণমানুষের নেতা হয়ে উঠেছিলেন তিনি।


আলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম আরো বলেন, একজন রাজনীতিবিদের সবচেয়ে বেশি থাকা উচিত মানুষের ভালবাসা পাওয়ার চিন্তা করা। ভালবাসা পেলে আর কিছু লাগে না, যেটা বঙ্গবন্ধু পেয়েছিলেন। আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তা পেয়েছেন।