নন্দীগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

0
বগুড়া Bogura

বগুড়ার নন্দীগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় সালমা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত সালমা বেগম উপজলোর ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের মৃত খয়বর আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোর ৬টায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম কৈগাড়ী এলাকায় নাটোরগামী একটি মাইক্রোবাস সালমা বেগমকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পরপরই মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায় চালক।পরে পুলিশ মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

কুন্দারহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ বলেন, “মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মাইক্রোবাস চালককে আটক করা সম্ভব হয়নি।”