২৭ লাখ টাকায় বিক্রি হলো ৮৭ মণ ইলিশ

0
২৭ লাখ টাকায় বিক্রি হয়েছে ৮৭ মণ ইলিশ মাছ

গভীর বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়া ৮৭ মণ ইলিশ মাছ শুক্রবার বিক্রি করা হয়েছে ২৭ লাখ টাকায়।

জানা যায়, দুপুর ১২টার দিকে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) এফবি সাইফ-২ ট্রলারে আনা ওই মাছ ক্রয় করেন মেসার্স সাইফ ফিশিং কোম্পানি অ্যান্ড কমিশন এজেন্ট।

এসময়ে এফবি সাইফ-২ ট্রলারের মাঝি মো. জামাল হোসেন জানান, কয়েক দিন আগে গভীর সাগরে তারা মাছ শিকার করতে যান। সাগরে গিয়ে মাছ ধরার জন্য কয়েকবার চেষ্টা করতেই তাদের জালে প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়ে। কিন্তু ট্রলারে মাছ রাখার জায়গা পূরণ হয়ে যাওয়ায় দ্রুত পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) বৃহস্পতিবার রাতেই মাছ আসেন তিনি। পরে শুক্রবার সকাল থেকেই ওই সব মাছ বিক্রি হতে শুরু করে দুপুর ১২টার মধ্যেই শেষ হয়ে যায়।

এদিকে এক ট্রলারে এত পরিমাণ মাছ ধরা পড়ায় বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। স্থানীয়রা জানান, এ বয়সে এত বড় ইলিশ এবং একই ট্রলারে এত পরিমাণ মাছ তারা আগে কখনো দেখেননি। তাছাড়া একেকটি মাছের ওজনও হবে প্রায় দেড় থেকে দুই কেজি।

এ বিষয়ে মেসার্স সাইফ ফিশিং কোম্পানির স্বত্বাধিকারী পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির জানান, বর্তমানে ইলিশের ভরা মৌসুম হলেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত ইলিশ জেলেদের জালে তেমন ধরা পড়তে দেখা যায়নি। সেখানে একটি ট্রলারে এত মাছ নজিরবিহীন।