‘আল্লাহ যেন শেখ সাবরে জান্নাতবাসী করে’

0
'আল্লাহ যেন শেখ সাবরে জান্নাতবাসী করে’

“আমাগো শেখ সাব (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) খুব ভালো মানুষ ছিল। ওরা (বঙ্গবন্ধুরা খুুনিরা) তারে বাঁচতে দিল না। আল্লাহ যেন শেখ সাবরে জান্নাতবাসী করে”—এভাবেই কথাগুলো বলছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে নির্মিত ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্রের ডালিম বেগম (৮০)।

রবিবার জাতীয় শোক দিবস উপলক্ষে কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদলের পক্ষ থেকে ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্রের শ্রমিকদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়। খাবার পেয়ে ডালিম বেগম এভাবেই তার অনুভূতি ব্যক্ত করেন।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ জানান, “দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা জাতীয় শোক দিবস পালন করেছি।দলীয়ভাবে উপজেলার ৯৯টি স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।”