বিএনপি একদিকে অপপ্রচার চালায় আবার সবার আগে টিকাও নেয়: কাদের

0
ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একদিকে অপপ্রচার চালায় আবার সবার আগে গিয়ে ভ্যাকসিন নেয়।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা জানান তিনি।

ভ্যাকসিন কর্মসূচির কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মানুষের আগ্রহে ভাটা সৃষ্টি করার জন্য বিএনপি অপচেষ্টা চালাচ্ছে।

টিকার সরবরাহের নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে কোনো সংকট হবে না, আগামী ছয় মাসের মধ্যে কোটি কোটি ভ্যাকসিন আসবে।

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া এ আলোচনা সভায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুসা মাতব্বর।