কুমিল্লায় হঠাৎ তীব্র গ্যাসের সংকট

0

কুমিল্লা নগরীসহ বেশকিছু এলাকায় হঠাৎ করে গ্যাসের সংকট দেখা দিয়েছে। সোমবার সকাল থেকে এ সমস্যা তীব্র আকার ধারণ করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) কুমিল্লার চান্দিনা কুটুম্বপুর এলাকার প্রধান গ্যাস লাইনের বাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এজন্য গ্যাস সরবরাহ ৩০০ পিএসআই থেকে ৪০ পিএসআই-তে নেমে গেছে। যার ফলে সকাল থেকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা, মোগলটুলী, চৌধুরীপাড়া, চকবাজার, কোর্টবাড়ি ও চান্দিনা উপজেলাসহ বেশ কিছু এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে করে বাড়িতে রান্নাসহ খাবার তৈরিতে বিপাকে পড়েছে গৃহিণীরা। গ্যাস সরবরাহ কখন স্বাভাবিক হবে এ নিয়ে চিন্তিত তারা।

নগরীর চর্থা এলাকার খাদিজা আক্তার নামে এক গৃহিণী বলেন, সকাল থেকে লাইনে গ্যাস নেই ফলে রান্না করতে পারছি না। সকালে দোকান থেকে নাস্তা এনে খেয়েছি। আর দুপুরে কী খাব জানি না।

আকিবুল ইসলাম হারেস নামে চান্দিনা থেকে স্থানীয় এক সাংবাদিক বলেন, হঠাৎ করে সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে গ্যাস না থাকার খবর পাওয়া যায়। ফলে অনেকে বিকল্প ব্যবস্থা করে রান্না কাজ সেরে নিচ্ছেন। যাদের বিকল্প ব্যবস্থা নেই তারা হোটেল রেস্টুরেন্টের ওপর নির্ভর করছেন।

বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের ইঞ্জিনিয়ারিং বিভাগের জেনারেল ম্যানেজার মর্তুজা আলম জাগো নিউজকে বলেন, এটি আমাদের সমস্যা না। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড থেকে আমরা গ্যাস সরবরাহ করি। চান্দিনা কুটুম্বপুর এলাকায় তাদের গ্যাস সরবরাহ লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। যার ফলে গ্যাস পেতে একটু সমস্যা দেখা দিয়েছে। চট্টগ্রাম থেকে তাদের কারিগর টিম রওয়ানা দিয়েছে। কখন গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না। তবে তিন-চার ঘণ্টা লাগতে পারে।