নারায়ণগঞ্জ বন্দরে যাত্রীবাহী চলন্ত বাসে ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দেওয়ানবাগ এলাকার স্টিল মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই বন্দরের মদনপুরের ইপিলিওন নামক রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিক।
পুলিশের সূত্র হতে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টায় ইপিলিওন কারখানা ছুটি হওয়ার পর নাফ নামের একটি মিনি বাসে করে ঢাকার পথে যাচ্ছিলেন শ্রমিকরা। স্টিল মিলের সামনে পৌঁছাতেই একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আর দুইজন হাসপাতালের নেয়ার পর মারা যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, “চলন্ত বাসে পেছন থেকে সড়ক ও জনপথের দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই এক নারীর মাথা বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়। এছাড়া ওই বাসের আরও দুইজনকে আল বারাকা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, “বন্দরে সড়ক দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। এদের মধ্যে একজন নারী আর ২ জন পুরুষ। আহত আরও ১০ থেকে ১২ জনকে বন্দরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।”