বসুন্ধরা এমডিকে অব্যাহতি দিয়েছেন আদালত

0

মুনিয়ার আত্মহত্যা প্ররোচনার মামলার অভিযোগ থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বুধবার গুলশান থানা পুলিশের দেওয়া মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী।

একইসঙ্গে মুনিয়ার বোন নুসরাত জাহানের দেওয়া নারাজির যে আবেদন দেওয়া হয়েছিল পুলিশের প্রতিবেদনের বিরুদ্ধে, তার যৌক্তিক কারণ নেই জামিয়ে খারিজ করেছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা গত ১৯ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান মামলার বাদী অভিযোগের স্বপক্ষে কোনো দালিলিক, প্রত্যক্ষ বা পরোক্ষ, মৌখিক বা আইনানুগ সাক্ষ্য বা ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক কোনো সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

পুলিশ দেওয়া এ প্রতিবেদনে মুনিয়ার আত্মহত্যা প্ররোচনার মামলার অভিযোগ থেকে বসুন্ধরা গ্রুপের এমডিকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। এরপর আদালত এই প্রতিবেদনের ওপর ২৯ জুলাই শুনানির দিন ধার্য করেন। সেইসাথে ধার্য তারিখে উপস্থিত থাকার জন্য মামলার বাদীকেও নোটিশ করা হয়।

তবে কোভিডের চূড়ান্ত সংক্রমণের কারণে ওইদিন আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল বিধায় শুনানি অনুষ্ঠিত হয়নি। ফলে ১৭ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।

মঙ্গলবার নির্ধারিত দিনে মামলার বাদী নুসরাত জাহান তানিয়ার পক্ষে আইনজীবী মাসুদ সালাউদ্দিন থেকে চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিল করা হয়। আদালত বাদীর বক্তব্য শোনার পর পুলিশ প্রতিবেদন গ্রহণ নথি পর্যালোচনা করে আজ বুধবার আদেশ প্রদান করেন।

এ আদেশে বসুন্ধরা গ্রুপের এমডিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।