চাঁদা না দেওয়ায় এক দোকানি ও তার শ্যালককে হাতুড়িপেটা

0

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় চাঁদা না দেয়ায় এক দোকানি ও তার শ্যালককে হাতুড়িপেটা করেন স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ সন্ত্রাসী নেতা রানা।

গত বৃহস্পতিবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি বাজারে এই ঘটনাটি ঘটে। এবং এতে আহত সিমেন্ট ব্যবসায়ী রকিবুল ইসলাম (৩৬) ও শ্যালক জালাল উদ্দিনকে (২৭) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ব্যবসায়ী রকিবুল ইসলাম অভিযোগ করে জানান, ছয়ফুল্লাকান্দি বাজারে রকিব এন্টারপ্রাইজ নামের একটি সিমেন্টের দোকান রয়েছে তার। করোনা পরিস্থিতিতে ব্যবসায় রীতিমত অনেক লোকসান গুনতে হচ্ছে তাকে। এমতাবস্থায় ১৫ আগস্টের আগে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রানা শোক দিবসের চাঁদা দাবি করলে টাকা না থাকায় এক হাজার টাকা দেন তিনি। কিন্তু সেই টাকা রানা ফেরত দিয়ে দেয়। এবং এরই জেরে গত বৃহস্পতিবার বিকেলে ১০/১৫ জন লোক নিয়ে দোকানে হামলা চালায় শীর্ষ নেতা রানা।

রকিবুল ও তার শ্যালককে মারধর করে হাতুড়ি দিয়ে তার শ্যালকের মাথা ফাটিয়ে দেয় ও রকিবুলের হাত ভেঙে ফেলে রানা ও তার দলবলেরা। বাজারের লোকজন তাদের আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।

অভিযুক্ত ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রানা এ বিষয়ে জানান, এমন কোনো ঘটনার সম্পর্কে সে অবগত নয়। যারা এমন অভিযোগ করছে তারাই ভালো জানে।

এই ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ গণমাধ্যমে জানান, হামলায় দুজন আহত হওয়ার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।