সিরাজগঞ্জে রেলস্টেশন থেকে তুলে নিয়ে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ

0
সিরাজগঞ্জে রেলস্টেশন থেকে তুলে নিয়ে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষায় থাকা এক গৃহবধূকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে উল্লাপাড়া থানায় ওই গৃহবধূর স্বামী অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‌”এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। শিগগিরই আসামিদের শনাক্ত ও গ্রেফতার করা হবে।”

মামলায় বাদী অভিযোগ করেন, “রবিবার বিকালে তিনি তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রেলস্টেশনে যান। স্টেশনে পৌঁছানোর পর তার স্ত্রীকে প্ল্যাটফর্মের পাশে একটি চায়ের স্টলে বসিয়ে রেখে তিনি ভ্যানের ভাড়া পরিশোধ করতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি তার স্ত্রীকে চায়ের স্টলে দেখতে পাননি এবং চায়ের স্টলটি বন্ধ ছিল। এরপর তিনি রাতভর স্ত্রীকে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।”

সোমবার সকালে ওই স্টেশন থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বেতকান্দি গ্রামের একটি আমবাগানের মধ্যে অসুস্থ অবস্থায় তার স্ত্রীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে উল্লাপাড়া পুলিশের সহায়তায় স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

স্ত্রী সুস্থ হওয়ার পর তিনি জানতে পারেন, কিছু লোক তাকে কৌশলে অজ্ঞান করে স্টেশন থেকে তুলে নিয়ে ওই আমবাগানে রাতভর ধর্ষণ করে।

সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) মাহফুজ হোসেন বলেন, “প্রাথমিক তদন্তে ঘটনা সত্য বলে মনে হয়েছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের তৎপরতা শুরু করেছে।”