নীলফামারীতে একটি ট্রাক লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় শাকিল হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে ডোমার উপজেলার চিলাহাটি রেলস্টেশনের কাজীরহাট অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিলের বাড়ি নওগাঁয়। তিনি ট্রাকচালকের সহকারী ছিলেন। আহতরা হলেন-ট্রাকচালক হাসান মাহমুদ (৩৫) ও ইট ব্যবসায়ী আনিছুর রহমান (৪২)।
প্রত্যক্ষদর্শী রাশেদুল ইসলাম বলেন, নওগাঁ থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক কাজিরহাট লেভেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় খুলনা মেইল ট্রেনটি খুলনা যাচ্ছিল। ট্রাকটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন এসে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার শাকিল ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
চিলাহাটি রেল মাস্টার আশরাফুল ইসলাম বলেন, “দুর্ঘটনার পর থেকে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ১২ ঘণ্টার পর সন্ধ্যা ৭টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।”