জীবনের নিরাপত্তা চেয়ে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

0
জীবনের নিরাপত্তা চেয়ে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

ফেনীতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস।

মঙ্গলবার ফেনীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন আয়োজন করে সেখানে নিজের জীবনের নিরাপত্তাহীনতার কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে ইলিয়াস জানান, ‌প্রবাস জীবন শেষে ইউপি সদস্য নির্বাচিত হয়ে তিনি নিয়মিত মানবসেবা করে যাচ্ছেন। কিন্তু গত ১৬ আগস্ট সন্ধ্যায় বাথানিয়া এলাকার ৬-৭ জন সন্ত্রাসী তাঁর উপর হামলা চালায়। এসময়ে তিনি চিৎকার করায় আশপাশের লোকজনকে এগিয়ে আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু এই হামলার আঘাতে তার ডান চোখের উপর মারাত্মক ক্ষতি হয়ে গেছে। চিকিৎসকরা বলেছেন, হয়তো তার চোখের সমস্যা আর ঠিক হবে না।

তিনি আরও জানান, এ ঘটনায় তিনি ১৭ আগস্ট ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেন। কিন্তু মামলার ৮ দিন পার হয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করেনি। উপরন্তু আসামিরা এলাকায় প্রকাশ্যে তাঁকে হত্যা করে লাশ গুমের হুমকি দিচ্ছে৷ বর্তমানে তিনি নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ সময়ে মোঃ ইলিয়াস সংবাদিকদের মাধ্যমে সংসদ সদস্য, ফেনীর জেলা প্রশাসক, পুুলিশ সুপার ও সংশ্লিষ্ট সকলের কাছে ন্যায়বিচার ও জীবনের নিরাপত্তা দাবি করেন।