নজরুল বিশ্ববিদ্যালয়ে দ্রুত পরীক্ষার নেওয়ার দাবি ছাত্রলীগের

0
নজরুল বিশ্ববিদ্যালয়ে দ্রুত পরীক্ষার নেওয়ার দাবি ছাত্রলীগের

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) দ্রুত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপিও দেন তারা।

বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সঙ্গে সরাসরি দেখা স্মারকলিপি দেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা গেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবির, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবসহ নেতাকর্মীরা।

পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব বলেন, “শিক্ষার্থীদের একটা দাবি নিয়ে স্যারদের কাছে গিয়েছিলাম। সেখানে স্যারদের সঙ্গে কথা হয়েছে। ১ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছি।”

বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীরা পরীক্ষা নেয়ার দাবিতে আমাদের কাছে এসেছিল। আগামী ১ সেপ্টেম্বর থেকে ৫ তারিখের মধ্যে সশরীরের উপস্থিত থেকে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।