শরীয়তপুরে পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

0
শরীয়তপুর Shariatpur

শরীয়তপুরের নড়িয়ায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে চরাআত্রা ইউনিয়নের ডা. তৌহিদ মুন্সিকান্দি গ্রামে রাহিম জমাদ্দার (৯) নামে এক শিশু বেড়াতে এসে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যায় লোনসিং গ্রামে খেলতে গিয়ে পুকুরে ডুবে নুসাইবা (৪) নামে আরেক শিশুর মৃত্যু হয়।

নিহত রাহিম নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামের সৌদিপ্রবাসী রনি জমাদ্দারের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। আর নুসাইবা নড়িয়া পৌরসভার লোনসিং গ্রামের মিজানুর রহমান চৌকিদারের মেয়ে।

এলাকাবাসী জানায়, ১ সপ্তাহ আগে উপজেলার চরআত্রা ফুফুর বিয়েতে বেড়াতে আসে রাহিম। আজ দুপুর ১টার দিকে বাড়ির আরও কয়েকজনের সঙ্গে পাশের একটি খালে গোসল করতে যায়। গোসল শেষে রাহিমসহ সবাই বাড়িতে চলে আসে। কিছুক্ষণ পরে রাহিম আবার ওই খালে একা গোসল করতে যায়। অনেক সময় অতিবাহিত হলেও তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে পানিতে নামেন স্থানীয় লোকজন। পরে ওই শিশুকে উদ্ধার করা হয়।

অন্যদিকে নুসাইবা অন্য শিশুদের সঙ্গে নিজ বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে মারা যায়। ঘটনার পরে তাদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে জানান, “নড়িয়া থানা পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আমরা দুই জায়গায় খোঁজখবর নিয়েছি। তবে এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই। পরিবার যদি কোনো অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”