আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে ১৪৪ধারা জারি

0
চট্টগ্রাম Chittagong Chattogram

বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় আয়োজন স্থানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

শুক্রবার ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফটিকছড়ি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণ ও বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকার ২০০ গজের মধ্যে সভা, সমাবেশ, মিছিল কিংবা দুইজনের বেশি মানুষ একত্রিত হতে পারবেনা বলা হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিনুল হাসান।

তিনি বলেন, বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে শুক্রবার একই সময়ে ফটিকছড়ি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে দুটি সংগঠন সভা ডাকা হয়েছে। এতে এলাকাজুড়ে উত্তেজনাময় পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে ব্যপক এবং মানুষের জীবন ও সম্পদহানির আশঙ্কা রয়েছে। তাই সমাবেশস্থল ও তার আশেপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ফৌজদারি কার্যবিধি মোতাবেক ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

তিনি আরও জানান, ১৪৪ ধারা ঘোষিত এলাকায় লাঠি বা আগ্নেয়াস্ত্র বা অন্য কোনো অবৈধ সরঞ্জামাদি বহন ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।’