নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কলেজছাত্র

0
নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কলেজছাত্র

নওগাঁর বদলগাছীতে ছোট যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে আবু শাহাদত শাহি (১৮) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।

শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার নতুনহাট এলাকার ছোট যমুনা নদীতে নিখোঁজ হন তিনি। তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পত্নীতলা ফায়ার সার্ভিসের ডুবরি দল। আবু শাহাদত শাহি বদলগাছী উপজেলার সরদারপাড়া এলাকার একরামুল হক (বাবুল) সরদারের ছেলে। তিনি ঢাকার মুন্সী আব্দুর রউফ কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ছোট যমুনা নদীর চরে মারুফ, রাতুল, সৈকত, বাপ্পা, রাহিমসহ কয়েকজন বন্ধুর সঙ্গে ফুটবল খেলছিলেন শাহি। এক পর্যায়ে শাহি ও মারুফ নদীতে সাঁতার কাটতে নামেন। মারুফ পার হতে পারলেও নদীর মাঝখানে গিয়ে সাঁতার কাটতে পারছিলেন না শাহি। এ অবস্থায় বন্ধুরা তাকে নদীর পূর্ব পাড়ের বাঁশ ঝাড়ের ঝুলন্ত বাঁশ ধরে উঠে আসার পরামর্শ দেয়। কিন্তু তিনি বাঁশ ধরতে পারেননি। এসময় বন্ধুরা তাকে উদ্ধার করতে সাঁতার কেটে মাঝ নদীতে গেলেও স্রোতে তলিয়ে যায় শাহি।

খবর পেয়ে বিকেল ৩টার দিকে পত্নীতলা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন,”নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে। এরই মধ্যে রাজশাহী ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।”