রাঙ্গামাটির বিজিবি ও আনসার ক্যাম্পে বন্যহাতির বিশাল তাণ্ডব

0
রাঙ্গামাটি Rangamati

রাঙ্গামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন এলাকার স্পিলওয়ে সংলগ্ন বিজিবি ও আনসার ক্যাম্পে বন্যহাতির তাণ্ডবের ফলে ক্যাম্পের বিভিন্ন মালামাল ও ব্যারাকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, শনিবার ভোরে ১২টি বন্যহাতির একটি দল একযোগে এ তাণ্ডব চালায়।

এ বিষয়ে ক্যাম্পের দায়িত্বরত বিজিবির হাবিলদার আব্দুল আজিজ জানান, বন্যহাতির তাণ্ডবে বিজিবি এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা সকলে মিলে প্রাণ রক্ষায় পাশের এক ক্যাম্পে আশ্রয় নিয়েছিলেন।

২৪ আনসার ব্যাটালিয়নের সিনিয়র প্লাটুন কমান্ডার নবাব আলী দেওয়ান বলেন, ‘হাতির তাণ্ডবে ক্যাম্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।ক্যাম্পের পানির লাইনেরও ক্ষতি হয়েছে। এ সময় মশাল জ্বালিয়ে এবং বাজনা বাজিয়েও ওই হাতির দলকে কোনোভাবে ফেরানো যায়নি। ফলে আমাদের ব্যাটালিয়ন আনসার ও বিজিবি সদস্যরা অস্ত্র ও গোলাবারুদ নিয়ে স্পিলওয়ের অপর পাড়ে আশ্রয় নিতে বাধ্য হয়।’

এদিকে ক্যাম্পের ব্যাটালিয়ন আনসার সদস্য রাজু মিয়া বলেন, চলতি সপ্তাহে আরোও তিনবার হাতির দল ক্যাম্পের আশপাশে এসে গাছপালার ব্যাপক ক্ষতি করে গেছে।

উল্লেখ্য, কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকার স্পিলওয়ের সুরক্ষায় কাপ্তাই ১৯ বিজিবির ১৪ সদস্য এবং ২৪ আনসার ব্যাটালিয়নের ৩২ সদস্য ওই ক্যাম্পে দায়িত্বপালনরত অবস্থায় আছেন।