বরিশাল জেলার উজিরপুর উপজেলার মোড়াকাঠী গ্রামের একটি বাজারে গতকাল রবিবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ী মারা যান। তাঁর নাম মো. এনামুল ফরাজি (৩৫)।
ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা গণমাধ্যমকে বলেন, মোড়াকাঠী গ্রামের এনামুল গতকাল সন্ধ্যায় স্থানীয় বাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান খোলার জন্য যান। তার দোকানের ঝাঁপটি স্পর্শ করার সাথে সাথে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
একই বাজারের ব্যবসায়ী মফিজুর রহমান জানান, কীভাবে দোকানের টিনের ঝাঁপ বিদ্যুতায়িত হলো, তা এখনও স্পষ্ট নয়।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশেদ এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।