ফেনী সদর উপজেলার অস্থায়ী চেয়ারম্যান নিযুক্ত হলেন একে শহীদুল্লাহ খোন্দকার

0
ফেনী সদর উপজেলার অস্থায়ী চেয়ারম্যান নিযুক্ত হলেন একে শহীদুল্লাহ খোন্দকার

প্রায় ১৫দিনের বেশি আসন শুন্য থাকার পর অবশেষে ফেনী সদর উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান নিযুক্ত হলেন একে শহীদুল্লাহ খোন্দকার। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় বলে জানা যায়।

স্থানীয় সরকার বিভাগের ওই প্রজ্ঞাপনে বলা হয়, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বিকম বার্ধক্যজনিত কারণে ১৩ আগস্ট মৃত্যুবরণ করার ফলে এতোদিন চেয়ারম্যানের পদটি শুন্য ছিল। যার কারণে উপজেলা পরিষদের কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটছিল। তাই উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যান একে শহীদুল্লাহ খোন্দকারকে (১) অস্থায়ী চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে।

জানা যায়, একে শহীদুল্লাহ খোন্দকার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছাড়াও দীর্ঘদিন ধরে ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি গোবিন্দপুর ছিদ্দিকীয়া ফাজিল মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ও আইডিয়াল একাডেমির সভাপতির দায়িত্বও পালন করছেন।

এ বিষয়ে কথা বললে একে শহীদুল্লাহ খোন্দকার জানান, সঠিক ও সুষ্ঠুভাবে অর্পিত দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কমনা করছেন।