নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ভাসানচর ইউনিয়নে সোলার প্যানেল চুরি করার সময় সোমবার চার রোহিঙ্গা কিশোরকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এদিন রাত ৯টার দিকে আশ্রয়ণ প্রকল্প ৩ এর ৫০ নম্বর ক্লাস্টারের এল-১৫ নম্বর কক্ষের বাসিন্দা মো. এরশাদ (১৪), ২৮ নম্বর ক্লাস্টারের সি-১০ নম্বর কক্ষের মো. রফিক (১৩), ২৪ নম্বর ক্লাস্টারের এ-১০ নম্বর কক্ষের কামাল হোসেন (১৫) এবং ৬২ নম্বর ক্লাস্টারের এ-৪ নম্বর কক্ষের ওমর ফারুককে (১৩) আশ্রয়ণ প্রকল্পের ৬৩ ক্লাস্টারের সামনে থেকে চোরাই মালামালসহ তাদের আটক করে নৌবাহিনীর কার্যালয়ে সোপর্দ করা হয়।
পুলিশ সাংবাদিকদের বলেন, সোমবার রাত ৯টার দিকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৪১ নম্বর ক্লাস্টারের শেল্টারের সোলার প্যানেল চুরি করে নিয়ে যাওয়ার সময় এপিবিএনের সভিল টিম চারজন রোহিঙ্গাকে আটক করে।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে চার রোহিঙ্গা থানার হেফাজতে আছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আদালতে হাজির করা হবে।
Attachments area