বগুড়ার কাহালুতে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় আবদুর রহমান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার লোকনাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আবদুর রহমান উপজেলার নলঘরিয়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।
উপজেলার দুর্গাপুর ইউপির চেয়ারম্যান বদরুজ্জামান খান বদের জানান, বেলা ১১টার দিকে রেললাইনের ধারে গরুকে খাস খাওয়ানোর সময় লালমনিহাট থেকে সান্তাহারগামী আন্তঃনগর ট্রেনের ধাক্কায় আহত হন আবদুর রহমান। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, লালমনিহাট থেকে সান্তাহারগামী আন্তঃনগর ট্রেনের ধাক্কায় আহত হন আবদুর রহমান। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।