যশোরের শার্শা উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামে মনিরুল ইসলাম (৩৫) নামের এক যুবককে শুক্রবার পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।
জানা যায়, নিহত পরিবহন শ্রমিক মনিরুল ইসলাম মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র মতে, ভোরে ওই গ্রামের সিরাজুল ইসলামের বাড়ির নিচ তলায় চিৎকার শুনে স্থানীয়রা সেখানে পৌঁছে দেখেন একটি মোটরসাইকেল আগুনে পুড়ছে। পরবর্তীতে সবাই মিলে আগুন নেভানোর পর মোটরসাইকেলের নিচে এক যুবকের মরদেহ দেখতে পান তারা। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
আরো জানা যায়, ওই বাড়ির নিচ তলায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়ায় থাকেন এক এনজিওকর্মী। কিন্তু ঘটনার রাতে তিনি বাসার বাইরে ছিলেন।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিক, ভাড়াটিয়াসহ চার জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।