কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন যাত্রাপুর গ্রামে পুকুরে ডুবে রবিবার দুপুর ২টার দিকে শাওন (৮) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, বাংপাই তালিমুল কোরআন নূরানী মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র শাওন যাত্রাপুর গ্রামের বাহরাইন প্রবাসী মো. সাদেকুর রহমানের ছেলে ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে মাদরাসা থেকে বাড়ি ফিরে শাওন পুকুরে গোসল করতে যায়। কিন্তু গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। এসময়ে স্বজনরা তার তলিয়ে যাওয়া দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, বিষয়টি তারা সম্পর্কে অবগত নন।