ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নে রবিবার দুপুর ১২টার দিকে৷ এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তার স্বামীর স্বজনদের বিরুদ্ধে।
নির্যাতিত ওই গৃহবধূর বোন বলেন, ‘বাকপ্রতিবন্ধী বোনকে গ্রামের বাড়িতে রেখে রবিবার সকালে আমি ও আমার মা ফেনীতে নারী-নির্যাতনবিরোধী কর্মসূচিতে যোগ দিতে যাই। কর্মসূচি শেষে আমরা খবর পাই আমার দুলাভাইয়ের পক্ষের মিনার ও তারেক ঘরের জানালা দিয়ে বোনকে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যান। তারেক আমার বোনের স্বামীর ফুফাতো ভাই এবং মিনার তার ভাগ্নে। পরে তাৎক্ষণিকভাবে আমার বোনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।’
জানা যায়, এ খবর পেয়ে ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, এর আগে গত ৭ আগস্ট চিকিৎসার নাম ভাঙিয়ে ফেনীর পরশুরামে শ্বশুর বাড়িতে থাকা অবস্থায় সাপ দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয় ওই গৃহবধূকে। পরে এ ঘটনায় মামলা করা হলে ওই গৃহবধূর ননদ হাসিনা আক্তার ও তার স্বামী আবুল কাশেমকে গ্রেফতার করে পুলিশ। মূলত এই ঘটনায়ই ওই গৃহবধূ বাকপ্রতিবন্ধী হয়ে পড়েন।