চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রবিবার ৭ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন।
এ বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক জানান, চমেক হাসপাতাল এলাকায় দালালের উৎপাতের খবর পেয়ে সেখানে রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সাত দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
এছাড়া সাজাপ্রাপ্ত এসব দালালেরা প্রত্যেকেই চমেক হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে অসাধু উপায়ে টাকা আদায় করতেন বলেও জানান তিনি।














