দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পরিচালক মওলানা আবদুস সালাম চাটগামী বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে হাটহাজারী মাদরাসার শুরা সদস্য ও ফটিকছড়ির জামিয়া উবাইদিয়া নানুপুর মাদরাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী জানান, বুধবার সকাল সাড়ে ৯টা থেকে হাটহাজারী মাদরাসার শুরা বৈঠক চলছিল। এসময়ে মওলানা চাটগামী হুজুর বৈঠকে উপস্থিত ছিলেন না। নিজের রুমে থাকা অবস্থায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এদিকে এরই মধ্যে শুরা বৈঠকে তার নাম মহাপরিচালক হিসেবে প্রস্তাবনা তৈরি করা হয়ে গিয়েছিল। কিন্তু ঘোষণাটি শোনানোর আগেই তিনি হার্ট অ্যাটাক করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু পথিমধ্যেই তিনি ইন্তেকাল করেন। এরপর তার মরদেহ হাটহাজারী মাদরাসায় রাখা হয়।
মাওলানা সালাহউদ্দিন নানুপুরী আরও জানান, চাটগামী হুজুরের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে মুফতি ইয়াহিয়ার নাম ঘোষণা করে শুরা বৈঠকের মুলতবি ঘোষণা করা হয়।
প্রসঙ্গত ২০২০সালের ১৯ সেপ্টেম্বর হাটহাজারী মাদরাসা পরিচালনায় তিন সদস্যের যে কমিটি করা হয় সেই কমিটির সদস্য ছিলেন চাটগামী।