ক্লিনিক থেকে নবজাতক চুরির খোঁজ মেলেনি এখনও

0
ক্লিনিক থেকে নবজাতক চুরির খোঁজ এখনও মেলেনি

যশোর জেলার শার্শার একটি ক্লিনিক থেকে নবজাতক চুরি হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার নাভারণ বাজারের ‘নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামক ক্লিনিক থেকে শিশুটি চুরি হয়।

নবজাতকের বাবা ঝিকরগাছা উপজেলার মধুখালী গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন গণমাধ্যমকে জানান, তার স্ত্রীর প্রসব বেদনা উঠলে মঙ্গলবার দুপুরে নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ভর্তি করেন। সেখানে রাত ৯টার দিকে সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম হয়।

তিনি আরও জানান, শিশুটিকে নিয়ে বেডে আসার পর অনেকেই তাকে নিয়ে আদর করছিল। মা ও মেয়ে সুস্থ ছিল। বৃহস্পতিবার দুপুর ২টার পর থেকে শিশুটিকে আর পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছি না।

নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তত্তাবধায়ক আবু সাঈদ হিমন গণমাধ্যমকে জানান, অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ সন্তান জন্ম দেন রেক্সোনা খাতুন। শিশুটিকে আমরা তাদের হাতে তুলে দিই। বৃহস্পতিবার দুপুরের দিকে জানতে পারি, বাচ্চাটিকে পাওয়া যাচ্ছে না। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, বিষয়টি শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। জিজ্ঞাসাবাদ করেছি। শিশুটি উদ্ধারে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার চেষ্টা অব্যহত আছে।