হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে শিশুকে মারধর করা নিয়ে ২ দলের সংর্ঘষে মোট ২০ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পশ্চিম বড়চরে আব্দুস সালামের পুত্র এমরান মিয়া একই এলাকার আব্দুল হকের দোকানে একটি তুচ্ছ ঘটনাকে ঘিরে এক শিশুকে মারপিট করে।
এ সময় আব্দুল হক নামে এক ব্যক্তি প্রতিবাদ করলে তাদের দু’জনের মধ্যে কথা বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে নারী, শিশুসহ মোট ২০ জন মানুষ আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় রুবিনা আক্তার, সেলিম মিয়া, শাফিয়া বেগম, আব্দুল হক, রুয়েল, দুলাল, মামুন, এমরান ও শিশু আসিমকে হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, তুচ্ছ ঘটনা ঘিরে এ সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।