সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের দক্ষিণ আটুলিয়ায় বজ্রপাতে নমিতা বালা মণ্ডল (৪০) নামে এক নারী নিহত হয়েছেন বলে জানা গেছে। তিনি ওই গ্রামের নিরাপদ মণ্ডলের স্ত্রী।
এছাড়াও একই দিনে খোলপেটুয়া নদীতে মাছ ধরার সময় দিগন্ত বৈদ্য (২৮) নামে এক জেলে বজ্রপাতের আঘাতে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। তিনিও ওই একই ইউনিয়নের বড়কুপট গ্রামের বাসিন্দা সুনীল বৈদ্যের ছেলে।
শুক্রবার বিকাল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে এই দুই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয়রা বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ির আঙিনায় কাজ করছিলেন নমিতা বালা। ওই সময় হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
অন্যদিকে বিকেল ৫টার দিকে খোলপেটুয়া নদীতে মাছ ধরার সময় দিগন্ত বৈদ্য হঠাৎ বজ্রপাতের আঘাতে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মুর্শেদ জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।