ডাকাতির প্রস্তুতিকালে ৩ যুবক আটক

0
ডাকাতির প্রস্তুতিকালে ৩ যুবক আটক

কক্সবাজার জেলায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন যুবককে আটক করেছে প্রশাসন। বুধবার ভোরে শহরের হাসেমিয়া মাদরাসা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শহরের বাহারছড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে পারভেজ (২০), আজিম পাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে আরিফ (১৮) এবং ঈদগাঁও ইসলামাবাদ এলাকার ছৈয়দ হোসেনের ছেলে ওমর ফারুক (২২)।

এ ঘটনায় শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, গোপন সূত্রের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ১০ থেকে ১২ জন যুবক পালিয়ে যেতে চাইলে ৩ জনকে ধাওয়া করে আটক করে পুলিশ। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে ২টি চাইনিজ ছুরি, ১ টি প্লায়ারস, লোহার রড এবং মুখোশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত আসামিদের নামে চুরি-ছিনতাই, অস্ত্র ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে।