২ লাখ টাকার জন্য স্ত্রীকে নির্যাতন, স্বামী কারাগারে

0
২ লাখ টাকার জন্য স্ত্রীকে নির্যাতন, স্বামী কারাগারে

নোয়াখালী জেলার কবিরহাটে যৌতুকের ২ লাখ টাকা না দেওয়ার জেরে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে পারভেজ আলম ওরফে ফয়সাল (২৪) নামে এক যুবককে আটক করেছে প্রশাসন।

বুধবার বিকেলে আদালতের রায়ের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ফয়সাল কবিরহাট উপজেলার উত্তর লামছি গ্রামের বাসিন্দা নুরুল আফসারের ছেলে।

স্থানীয়রা জানান, পাঁচ লাখ টাকা দেনমোহরে ১৫ই জুন এক তরুণীকে বিয়ে করেন একই এলাকার ফয়সাল। এরপর বাবার বাড়িতেই থাকেন তিনি। বিয়ের কিছুদিন পর ফয়সাল বিদেশে যাওয়ার কথা বলে স্ত্রীর কাছে ২ লাখ টাকা দাবি করেন। কিন্তু বাকপ্রতিবন্ধী বাবা দরিদ্র হওয়ার কারণে টাকা দিতে অপারগতা জানান ঐ তরুণী। টাকা না দেওয়ায় ভাসুর মিজানুর রহমানের প্ররোচনায় শ্বশুরবাড়ি গিয়ে ফয়সাল তাকে বেধড়ক মারপিট করেন।

মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় স্বামী ও ভাসুরের বিরুদ্ধে নির্যাতন ও যৌতুকের মামলা দায়ের করেন। ওইদিন রাতেই স্বামীকে আটক করে পুলিশ। তবে তার ভাসুর এখনো পলাতক রয়েছে।

বুধবার সন্ধ্যায় পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, স্ত্রীর দায়ের করা নির্যাতন ও যৌতুকের মামলায় তার স্বামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত ভাসুরকেও গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।