মোবাইল কল ট্যারিফঃ বাড়ছে অননেট, কমছে অফনেট কলরেট?

0

মোবাইলে ফোনের অননেট ও অফনেট কলরেটের সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা পুনঃনির্ধারনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (BTRC)।

একই নেটওয়ার্কে (অননেট) কল করার ক্ষেত্রে সর্বনিম্ন সীমা প্রতিমিনিট ৩৫ পয়সা ও অন্য অপারেটরের নেটওয়ার্কে (অফনেট) সর্বনিম্ন ৪৫ পয়সার প্রস্তাব করতে যাচ্ছে বিটিআরসি। এছাড়া সর্বোচ্চ সীমা ৬০ পয়সা করার প্রস্তাব থাকছে। প্রস্তাবটি অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো হবে। বর্তমানে অননেটে সর্বনিম্ন  সীমা ২৫ পয়সা প্রতিমিনিট। আর অফনেটে সর্বনিম্ন  সীমা ৬০ পয়সা প্রতি মিনিট। এবং সর্বোচ্চ কলরেট ২ টাকা।

অননেট কলরেটের পুরোটাই পায় সংশ্লিষ্ট অপারেটর। তবে অফনেট কলরেটের ১৮ পয়সা (প্রতি মিনিট) দিয়ে দিতে হয় যে অপারেটরে কল দেয়া হয় (ইনকামিং অপারেটর) তাদের এবং ৪ পয়সা দিতে হয় ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (ICX) কোম্পানিকে। অর্থাৎ কলরেটের ২২ পয়সা বাদে বাকিটুকু পায় সংশ্লিষ্ট অপারেটর।

BTRCবর্তমানে অফনেটে বিটিআরসি নির্ধারিত সর্বনিম্ন কলরেট ৬০ পয়সা প্রতি মিনিট। অর্থাৎ ২২ পয়সা ব্যয় বাদ দিলে প্রতি মিনিট অফনেট কলে মূল অপারেটরের থাকছে কমপক্ষে ৩৮ পয়সা। প্রস্তাবিত অফনেট কলের সর্বনিম্ন সীমা ৪৫ পয়সার প্রস্তাব অনুমোদন হলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অপারেটরের থাকবে কমপক্ষে ২৩ পয়সা।

অননেট কলরেটের সর্বনিম্ন সীমা ২৫ পয়সা হলেও শুধুমাত্র সীমিত সংখ্যক এফএনএফ এই এই কলরেট বিদ্যমান তাই অননেট কলরেটের সীমা ২৫ পয়সা থেকে বাড়িয়ে ৩৫ পয়সা করা হলেও অফনেটে সর্বোচ্চ কলরেট ২ টাকা থেকে কমিয়ে                           ৬০ পয়সা করার প্রস্তাব অনুমোদিত হলে গ্রাহকরা লাভবান হবেন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে