দুই পক্ষের সংঘর্ষে কিশোরগঞ্জে নিহত ৫

0
দুই পক্ষের সংঘর্ষে কিশোরগঞ্জে নিহত ৫

মুক্ত জলাশয়ে মাছ ধরা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগঞ্জের মিঠামইনে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে তিন সহোদরসহ পাঁচ জন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন ১৯ জন।

দুই পক্ষের সংঘর্ষে কিশোরগঞ্জে নিহত ৫

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার ঢাকী ইউনিয়নের চারিগ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই গ্রামের আজিজ মিয়ার ছেলে মাসুম (৪৫), মাখন (৩৭) ও হাদিস (৩৩) এবং সুজন মিয়ার ছেলে রাজিব (৩২) ও আইয়ুব রেজার ছেলে মকবুল (৩৩)।

স্থানীয়রা জানান, চারিগ্রামের একটি জলমহাল দখলকে কেন্দ্র করে সুলেমান ভুইয়া ও মাসুমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে দু’গ্রুপের লোকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পাঁচজন নিহতসহ ১৯ ব্যক্তি আহত হয়। আহতদের উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

মিঠামইন উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে