শরীয়তপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

0
শরীয়তপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

গতকাল বৃহস্পতিবার রাতে শরীয়তপুরের গোসাইরহাটে নজরুল ইসলাম (৪২) নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শরীয়তপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নিহত নজরুল ইসলাম নাগেরপাড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

গোসাইরহাট থানার ওসি এম মেহেদী মাসুদ জানান, রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদর থেকে অদূরে নিজ বাড়ি যাওয়ার পথে একদল লোক ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো বলেন, জমিজমা নিয়ে এক আত্মীয়ের সঙ্গে নজরুলের বিরোধ ছিল। এর জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে