সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলী গ্রেপ্তার

0
সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলী গ্রেপ্তার

অবৈধ সম্পদ অর্জনের মামলায় আজ মঙ্গলবার সকালে সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলী আসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সিভিল এভিয়েশন কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলী গ্রেপ্তার

দুদকের উপপরিচালক সামছুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, কক্সবাজার বিমানবন্দরে জেনারেটর সরবরাহ কাজে অনিয়ম তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা (আইও) হিসেবে নির্বাহী প্রকৌশলী আছির উদ্দিনকে নিযুক্ত করা হয়। অভিযোগ আছে, তদন্তের দায়িত্ব পেয়ে তিনি জাল ও ভুয়া কাগজপত্র তৈরি করে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবি করে চিঠি দেন।

এ ছাড়াও এই প্রকৌশলীর বিরুদ্ধে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের জহুরা মার্কেটের সামনে ও ১৪ নম্বর সেক্টরের বিলাসবহুল বাড়ি তৈরির অভিযোগ রয়েছে। পরে আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক চলতি বছরের মে মাসে আসির উদ্দিনের বিরুদ্ধে মামলা করে।

এ ব্যাপারে সামছুল আলম আরো বলেন, সকালে সাড়ে ৯টার দিকে সিভিল এভিয়েশন কার্যালয়ের সামনে থেকে আসির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে