আজ রবিবার সকাল পৌনে ১০ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুম ছায়েদুল হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে ছায়েদুল হকের মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হয়।
পরে ছায়েদুল হকের মরদেহ নিয়ে যাওয়া হবে নিজ তার নির্বাচনী এলাকা নাসিরনগরে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মন্ত্রী ছায়েদুল হক গতকাল শনিবার সকাল ৮ টা ৩৯ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঢাকা মেডিক্যাল কলেজের প্রভাষক মরহুমের পুত্র ডা. এ এস এম রায়হানুল হক সাংবাদিকদের জানিয়েছেন, উপজেলার আশুতোষ পাইলট হাইস্কুল মাঠে বেলা ১১টায় তার দ্বিতীয় নামাজে জানাজা হবে। পরে মরহুমের মরদেহ নেওয়া হবে তার নিজ গ্রাম পূর্বভাগে। সেখানে বাদ জোহর তৃতীয় জানাজা শেষে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে ছায়েদুল হককে।