ডিএনসিসি তফসিল ঘোষণা জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে নির্বাচন

0
ডিএনসিসি তফসিল ঘোষণা জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে নির্বাচন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ২০১৮ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। আর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। তারসঙ্গে ডিএনসিসিতে নতুন যুক্ত হওয়া ১৮টি ও সংরক্ষিত ৬টি ওয়ার্ডে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া সমান সংখ্যক ওয়ার্ডে নির্বাচন হবে।

ডিএনসিসি তফসিল ঘোষণা জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে নির্বাচন

 

নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দীন আহমেদ আজ রবিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, কমিশন সভায় এ নির্বাচন নিয়ে পর্যালোচনা হয়েছে। কমিশন মনে করছে এ নির্বাচন অনুষ্ঠানে কোন আইনি জটিলতা নেই। যার কারণে কমিশন এ নির্বাচন অনুষ্ঠানের তফসিলের নির্দশনা দিয়েছে।

হেলাল উদ্দীন আহমেদ বলেন, যেহেতু একটি পদে উপ নির্বাচন এবং কাউন্সিলর নির্বাচনটি পৃথক দুটি সিটি করপোরেশনের, এ কারণে পৃথক তিনটি তফসিল দেওয়া হবে। তবে ভোটগ্রহণ একই দিনে হবে।

এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত সচিব বলেন, জানুয়ারিতে যারা নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন তারা এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে নতুন ভোটারদের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

নির্বাচন নিয়ে কোন আইনি জটিলতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি কোন আইনি জটিলতা থাকতো তাহলে কমিশন এ নির্বাচনের সিদ্ধান্ত নিতো না। তবে যদি আইনের বিষয়ে কোন প্রশ্ন আসে তবে সেটা কমিশনে উপস্থাপন করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে