গতকালের মতো আজ বৃহস্পতিবারও বিশেষ আদলতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিশেষ আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে আসামি পক্ষের যুক্তিতর্ক ও শুনানি চলছে।
বিএনপি চেয়ারপারসনের আইনজীবী আবদুর রেজ্জাক খান আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করছেন। যুক্তিতর্কের শুনানির সময় গতকাল আবদুর রেজ্জাক খান আদালতকে বলেন, এটি একটি অসার যুক্তিহীন সৃজিত মামলা।
গতকাল বেলা ১টা ৪০ মিনিটে ওইদিনের মতো যুক্তিতর্কের শুনানি শেষ হয়। এরপর আদালত প্রাঙ্গণ ছেড়ে যান খালেদা জিয়া।
এর আগে এদিন বেলা ১১টার দিকে আদালতে হাজির হন খালেদা জিয়া। এই মামলায় বুধবার আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। এর আগে গত মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) যুক্তিতর্কের শুনানি শেষ করে। যুক্তিতর্কের শুনানি শেষে দুদক খালেদা জিয়াসহ অন্য আসামিদের সর্বোচ্চ সাজা চায়। দুদকের পক্ষে আইনজীবী মোশাররফ হোসেন কাজল যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি আদালতকে বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে।